প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৩, ৫:২৪ পি.এম
দিনাজপুরে জবি শিক্ষার্থীদের হামলায় ,গ্রেফতার ৮
জবি প্রতিনিধি:
দিনাজপুর স্বপ্নপুরীতে ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। গতকাল রোববার এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়। আহত শিক্ষার্থীদের মামলায় আট জন গ্রেফতার হয়েছে।
সোমবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোমিনুর জামান।
তিনি বলেন, রাতে মামলার পরপরই আমাদের অভিযান শুরু হয়। আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সপর্দ করা হয়েছে। আহত শিক্ষার্থীরা বাদী হয়ে এ মামলা করেন।
জানা যায়, গতকাল রোববার রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে অবস্থিত ‘স্বপ্নপুরী’ পার্কে ফিল্ড ওয়ার্কে গিয়ে হামলার শিকার হয় শিক্ষার্থীরা। পার্কে কর্মরত স্টাফরা এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করলে ওই শিক্ষার্থীর অন্য বন্ধুরা প্রতিবাদ করে। এসময় স্টাফরা জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।
ঘটনাস্থল থেকে ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ‘আমাদের এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে তাদের (স্টাফ) সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অতর্কিতভাবে তারা রড ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের ওপর আঘাত করে। আমাদের ১২ জন শিক্ষার্থী আহত হয়। তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। রাতেই মামলা করা হয়। আটজন গ্রেফতার হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা গুরুতর আহত হয়েছে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।