প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৩, ১১:২৯ পি.এম
তাড়াশে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী-২০২৩ উদ্বোধন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
স্কাউটিং করি, সুন্দর জীবনের স্বপ্ন দেখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ৫ম স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকাল ৪.৩০ মিনিটে উপজেলার দোবিলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
এসময়ে সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বলেন, স্কাউটিংয়ের মূল লক্ষ্য হচ্ছে শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে তাদের পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। এসময় তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, তোমরা আদর্শিক মানুষ হয়ে গড়ে উঠো। তোমরাই হবে আগামী দিনের আদর্শিক জাতি।
কমিশনার ও প্রধান আলোচক মোঃ আইয়ুবুর রহমান রাজন স্কাউটিংয়ের মূল লক্ষ্য ও স্কাউটের কার্যক্রম নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের যুগে স্কাউটিং আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সুতরাং প্রত্যেক ছাত্র ছাত্রীদের স্কাউট কর্মশালায় অংশ গ্রহন করা উচিৎ।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদেরর চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসাব্বির হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আব্দুল জলিল, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য , মোঃ সোলাইমান হোসেন বি,এ, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হাসান রুবেল, সাধারন সম্পাদক মোঃ সুলতান মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকসহ সুধীজন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক ও মোঃ আব্দুস সবুর, সহকারী শিক্ষক।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।