মোঃ আমিরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আগুন ঝরা,ফাগুন এলো,আমের বনে বনে,
মুকুল মেলে,মুকুল নাকি,ঝরা-বাতি,
সবাই করে ভুল,ভুল করো না,ও
মশায় আর,আর করোনা গোল,
এই আমাদের,ফলের রাজা,আমের-ই মুকুল।
তেমনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গ্রামগঞ্জের যেদিকে তাকানো যায় আম গাছের মুকুল যেন মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে মৌমাছিরা যেন গাছে গাছে আনাগোনা করছে।মৌমাছির বোঁ বোঁ শব্দে মানুষকে মনে করিয়ে দিচ্ছে এ যেন ফালগুন মাস। ফাল্গুন মাসে মৌমাছির আনাগোনা বেশি দেখা যায়। এবং আম গাছের মুকুলের যে একটি গন্ধ সেটি এই ফাল্গুন মাসে পাওয়া যায়।
উপজেলার গাঁড়াদহ গ্রামের মুকুল চন্দ্রশীল জানান,তার বাড়িতে ১০ টি আমগাছ আছে আম গাছের মুকুল দেখে তার মনে অন্যরকম আনন্দ অনুভব করছে। তিনি আরো জানান আবহাওয়া অনুকূলে থাকলে ঝড় বৃষ্টি না হলে এবার আমি আলোর মুখ দেখতে পাবো। এবং আম চাষিরা অনেক লাভবান হবে।