প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৩, ১:১৬ এ.এম
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে বিভিন্ন প্রকার বীজ বিতরণ
রাজস্থলী :
সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস রাজস্থলী উপজেলা বিভিন্ন পাড়ার ৩৩জন সুফল ভোগীদের চাহিদা ভিত্তিতে বিভিন্ন কৃষি উপকরণ(সবজি বীজ,আদা,হলুদ,সিমেন্টের রিং,আইপিএম টুল ও ধান বীজ) বিতরণ করা হয়।
২৩ফ্রেবরুয়ারি সকাল দশটায় বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জনাব, মোঃ আবুল খায়ের,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,রাজস্থলী, মো.ফরহাদ আজিম,জেপিও(মিল),সিপিপি পিএইপি-২ প্রকল্প, কারিতাস,বান্দরবান এবং মাধন কৃষ্ণ চাকমা মাঠ কর্মকর্তা,সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস রাজস্থলী উপজেলা।
এছাড়াও সংশ্লিষ্ট মাঠ সহায়ক ও বিভিন্ন পাড়ার সুফলভোগী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।