মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় গত রবিবার বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ও সিআর পরোয়ানার ওয়ারেন্টভুক্ত আসামি ও দুই নারী মাদক কারবারিসহ ১৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ৬ মার্চ রবিবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর সিএনজি স্টেশনের মায়ের দোয়া রেন্ট এ কারের সামনের পাকা রাস্তার উপর হতে কাজল আক্তার রাহিমা (৩৫) রোকসানা আক্তার (২০) নামের দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। একইদিন বিকেলে একই জায়গা থেকে ৫ কেজি গাঁজাসহ ইকবাল হোসেন (২১) ও সাজু প্রকাশ আবদুল গফুর ইসলাম (২৭)কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই জীবন কৃষ্ণ মজুমদার, এসআই সাইফুল ইসলাম, এসআই শফিকুল ইসলাম, এসআই শেখ মফিজুর রহমান ও এএসআই আব্দুর রশীদ, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই মামুনুর রশীদ, এএসআই মতিউর রহমান, এএসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জিআরও সিআর পরোয়ানা মূলে আসামী উপজেলার মনোহরপুর এলাকার সাজু মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম প্রঃ সিরু মিয়া(৫০), দক্ষিণ শশীদল এলাকার মৃত আবদুল মালেকের ছেলে মোঃ কাউছার (৩২), মনোহরপুর এলাকার বজলু মিয়ার ছেলে শাহেদ মিয়া (৪৫), দক্ষিণ তেঁতাভূমি এলাকার সুলতান আহমেদের ছেলে মোঃ জামাল হোসেন, মনোহরপুর এলাকার সাহেদ মিয়ার ছেলে মোঃ হাবিব (২৮), আসাদনগর এলাকার মোঃ আঃ মতিনের ছেলে মোঃ মেহেদী হাসান, টাটেরা এলাকার আবু তাহেরের ছেলে আঃ মান্নান, আশাবাড়ী এলাকার আব্দুল আজিজের ছেলে মোঃ আল আমিন ও দক্ষিণ চান্দলা এলাকার বাছির মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার (৩৫)কে গ্রেফতার করে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামীগণকে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।