নাদিম আহমেদ অনিক,স্টাফ রিপোর্টার-
আমের রাজধানী খ্যাত নওগাঁ জেলার আম বাগানগুলো থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। গাছে গাছে ভরে আছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আমগাছের মাথা নুয়ে পড়ার উপক্রম। এরমধ্যে দেখা যাচ্ছে মৌমাছিরা যেন ব্যাস্ত মধু আহরণে। এত মুকুলের সমারোহ দেখে আম চাষীদের চোখে মুখে হাঁসির ঝিলিক। সোনালী স্বপ্নে যেন বিভোর হয়ে দিন পার করছেন আমের রাজধানী খ্যাত এ জেলার আমচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।
নওগাঁ জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার নওগাঁ জেলায় আম চাষ হচ্ছে ২৯ হাজার ৪৭০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩.৫০ মেট্রিকটন। অর্থ্যাৎ জেলায় আমের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৮৪৫ মেট্রিকটন।
কৃষি অফিস সূত্রে আরও জানান, জেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভালো। এখানকার চাষিরা সবাই বাণিজ্যিকভাবে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের উৎপাদন ভালো হয়। আর চাষিরাও সে লক্ষ্যে কাজ করছেন। আবহাওয়া এখন পর্যন্ত ভালো রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এ বছর পোরশায় আম উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।