রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। জানা যায়, শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।বিএনপি’র নেতা শরীফুল ইসলাম আলেকের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দিগদাইড় ইউপি’র সাবেক চেয়ারম্যান সারোয়ার আলম, জাওয়ার ইউপির সাবেক চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, সাবেক চেয়ারম্যান এডভোকেট শাহহরিয়ার খান, মাজহারুল ইসলাম মুকুল, নূরে আলম সিদ্দিকি, রাজু চৌধুরী, ওমর ফারুক প্রমূখ।
সভাপতির বক্তব্যে সারোয়ার হোসেন লিটন বলেন, সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে সাধারণ জনগন দিশেহারা। তিনি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ তেল, চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।
সভাশেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।