শহীদুল ইসলাম শাহীন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মপাশা উপজেলা শাখার বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আলী আমজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম রহমত, যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান কাঞ্চন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ লিয়াকত আলী, ছাত্র দলের আহবায়ক ওবায়দুল মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।