প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা মহানগরীর নয়াপল্টন এলাকা থেকে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা রহমত উল্যা, রাজু এবং তার সহযোগী বিউটি বেগমকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর নয়াপল্টন এলাকা হতে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা, মোঃ রহমত উল্যা, রাজু (৪২), পিতা-মৃত অলি উল্যা, সাং-কুতুবপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী এবং তার সহযোগী বিউটি বেগম (৩৫), পিতা-মৃত আক্কেল আলী, সাং-ভবনাথপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জদেরকে ০৬/১২/২০২২ তারিখ বিকাল ১৫৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার।
তিনি আরও জানান, ধৃত আসামীদের জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স না থাকা স্বত্তেও তারা ভ‚য়া ট্রাভেলস্ এজেন্সী খুলে চাকুরী প্রত্যাশী বেকার যুবকদের নিকট হতে সৌদি আরবে উচ্চ বেতনে চাকুরী, থাকা খাওয়া ফ্রী এবং নানাবিধ সুবিধসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও সৌদি আরবে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে নির্যাতন চালানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করত।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকিয়াধীন।
ফারজানা হক
সিনিয়র সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]