প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর কাফরুল এলাকায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী এবং জালটাকার কারবারি প্রতারক চক্রের মূলহোতাসহ ০২ সদস্য’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা, জাল নোট প্রস্তুত এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ০২ ডিসেম্বর ২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে ৪,৮৭,০০০/- টাকার জালনোট, ০১ টি ভূয়া নিয়োগপত্র, ০৩ টি মোবাইল, ০৩ টি সিমকার্ড এবং নগদ-২৭,২৯৭/-টাকাসহ প্রতারণা এবং জালনোট কারবারী চক্রের মূলহোতা, মোঃ আবুল কালাম সরদার (৩৮), জেলাঃ পাবনা এবং মোঃ জনি সিকদার@ ফাহিম (৩৩), জেলাঃ গোপালগঞ্জ’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মোঃ আবুল কালাম সরদার ও মোঃ জনি সিকদার, ফাহিম কুখ্যাত প্রতারক।
তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরীহ চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিলো।
প্রতারণামূলক কর্মকান্ডের পাশাপাশি তারা জাল টাকা উৎপাদন, দখল ও বিতরণের মতো আরো অনেক বেআইনি কার্যকলাপে জড়িত।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরণের অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।
মোঃ জিয়াউর রহমান চৌধুরী
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক
(মিডিয়া অফিসার)
পক্ষে পরিচালক
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]