বিশেষ প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ০১ লক্ষ ৪৭ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১,৪৭,০০০/- (এক লক্ষ সাতচল্লিশ হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ ০১ জন জাল টাকা সরবরাহকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম, মোঃ আরমান হোসেন, জাহাঙ্গীর, ব্লেড জাহাঙ্গীর (৩২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১,০০০/- টাকা সমমূল্যের ৯৭টি জাল নোট, ৫০০/- টাকা সমমূল্যের ১০০টি জাল নোট ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বেশ কিছুদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোহাম্মদ ফরিদ উদ্দিন
পিপিএম এ্যাডিশনাল ডিআইজি
অধিনায়ক (পরিচালক)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ১০
কেরাণীগঞ্জ, ঢাকা।
তারিখঃ- ৩০/১১/২০২২ খ্রিঃ
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]