স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
আজ ( বৃহস্পতিবার) আনুমানিক রাত আটটায় মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসীল
ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার এ্যাড. মকবুল ইসলাম এবং এ্যাড. বশির আহমেদ খান প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিতভাবে এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৪ মার্চ শুক্রবার ও ৫ মার্চ শনিবার দুপুর ২ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ। ৬ মার্চ রবিবার দুপুর ২ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল, ৭ মার্চ সোমবার বিকাল ৪ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই, ৮ মার্চ মঙ্গলবার দুপুর ২ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ধার্য করা হয়েছে।
আর বিরামহীনভাবে মনিরামপুর প্রেসক্লাবের হলরুমে ভোট গ্রহন হবে ১৮ মার্চ রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে দুপুর সাড়ে ১২ ঘটিকা পর্যন্ত। উল্লেখ্য এ নির্বাচনে মনিরামপুর প্রেসক্লাবের ৪৬ জন ভোটার ১৭ টি পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন।