প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ৫:১৮ পি.এম
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে সি গ্রেড ৫০জন সুফল ভোগীদের মাঝে প্রতি জনে ২টি দেশি মুরগী, ও বীজ বিতরণ।
মোঃআইয়ুব চৌধুরী রাজস্থলী :
সিপিপি পিএইপি-২ প্রকল্প,কারিতাস রাজস্থলী উপজেলার উদ্যোগে সি গ্রেড ৫০জন সুফল ভোগীদের মাঝে প্রতি জনেকে ২টি দেশি মুরগী, ফরাসসিম-২৫০গ্রাম,মূলাবীজ-১০০গ্রাম ও ধনিয়া বীজ ২৫০০গ্রাম করে বিতরণ করা হয়।
১৬ নভেম্বর২২ সকাল ১১টায় বিতরণ অনুষ্টিত হয়,
এ সময় উপস্থিত ছিলেন, মিঃশোভাধন তালুকদার, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা(সম্প্রসারণ),প্রাণী সম্পদ অধিদপ্তর, রাজস্থলী,মিঃসাধন কৃষ্ণ চাকমা, মাঠ কর্মকর্তা,সিপিপি পিএইপি-২ প্রকল্প, কারিতাস রাজস্থলী, মিঃওয়েসাই প্রুমার্মা (ক্যাশিয়ার) সিপিপি পিএইপি-২ প্রকল্প, কারিতাস,বান্দরবান। এছাড়াও উপস্থিত ছিলেন, সুফলভোগী ও দ্বায়িত্ব প্রাপ্ত মাঠ সহায়ক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।