মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়াবন থেকে অটোসহ নিখোঁজের ২৪ ঘন্টা পর চালক নাছির উদ্দীনের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
গতকাল ১ মার্চ মঙ্গলবার বিকালে গ্রামবাসী গোসল করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারের সময় তার হাত দুটি পিছমোড়া অবস্থায় বাধাঁ ছিলো এবং শরিরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। নাছির উদ্দীন (৩২) উপজেলার সদর ইউনিয়েনর উত্তর আউরা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। জানাগেছে, গত ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় তার অটোতে তিনজন যাত্রী নিয়ে ছৈলারচর পর্যটন কেন্দ্রে যায়। এরপর থেকেই তিনি অটোসহ নিখোঁজ ছিলো।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, খবর শুনে ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা তার অটো ছিনতাই করে তাকে হত্যা করছে। নাছির উদ্দীনের বড় ভাই মোঃ জসিম উদ্দীন জানান, সোমবার সন্ধ্যায় আমার ভাই নাসিরকে যাত্রীবেশে তার মোবাইলে কল দিয়ে কাঁঠালিয়ার হেতালবুনিয়ার ছৈলার চর পর্যটক কেন্দ্রে যেতে বললে নাসির সেখানে যায় এবং ওখানের একটি দোকানে বসে কথিত ওই তিনজন যাত্রীর সাথে চা-খাওয়ার পর তাদেরকে অটোতে করে ছৈলার চর থেকে চলে আসে। তারপর থেকে নাছিরের কোন হদিস পাওয়া যাচ্ছে না। তারপর আত্মীয়-স্বজন মিলে বিভন্ন স্থানে খোঁজাখুজি করেও নাছির এবং তার অটোর কোন খোঁজ পাইনি।