স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
একটি গ্রাম হতে একটি দেশ, মাদক মুক্ত হবে সমগ্র বাংলাদেশ ” – এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে যশোর জেলার ভারত সীমান্তবর্তী বেনাপোল উপজেলায় দীর্ঘদিন যাবত মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ ( মঙ্গলবার) আনুমানিক রাত পোনে দশটায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঐ থানার শিকড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামি আব্দুল সাত্তার বিশের উঠান হতে ১ শত ৪৬ বোতল ফেনসিডিলসহ মোঃ আব্দুল সাত্তার বিশে (৩৭) ও মোঃ হাফিজুর রহমান (৩৮) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি আব্দুল সাত্তার বিশে বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে ও হাফিজুর রহমান পুটখালী গ্রামের মৃত আবু বক্করের ছেলে। এ সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।