র্যাব- ১০ এর অভিযানে রাজধানীর সূত্রাপুর এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার।
গত ২৮ ফেব্রæয়ারি ২০২২ খ্রিঃ আনুমানিক সকাল ১৭:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২টি চোরাই মোটরসাইকেলসহ ০২ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সাব্বির খান (১৮) ও ২। ফজলে রাব্বি চৌধুরী (১৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ডেমরা ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।