মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বাল্যবিয়ে,নারী নির্যাতন, মাদক, সামাজিক সহিংসতা ও জঙ্গীবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধিমূলক বিশেষ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রামগঞ্জ উপরিষদ মিলনায়তন হল রুমে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকা) উদ্যোগে উপজেলা অর্থ, বাজেট পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরন কমিটির বাস্তবায়নে ওই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা রিফাত আরা সুমির সঞ্চালনায় প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সেক্রেটারী মোঃ কাউছার হোসেন।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউডিএফ ইউজিডিপি প্রকল্পের প্রতিনিধি এমদাদ মোঃ রাসেল। এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক আবু তাহের, খালেদ মাহমুদ ফারুক, বেলায়েত হোসেন বাচ্চু, রামগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম, পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের কাজী, মসজিদের ঈমাম, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।