প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৫:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২২, ৫:২৯ পি.এম
চিরিরবন্দরে চোর চক্রের দুই সদস্য আটক, চুরি হওয়া ২ গরু উদ্ধার
মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের চিরিরবন্দরে চুরি হওয়া ৫টি গরু উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ, একই সঙ্গে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
আটক দুই চোর হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাঘাচড়া মুন্সিপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মুক্তার সর্দার (৩০) ও একই উপজেলার বাঘাচড়া হরতকি তলা গ্রামের আজগর আলীর ছেলে মোর্শেদ আলম (৩২)।
বৃহস্পতিবার (১১ই আগষ্ট) সকালে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৯ই আগষ্ট দিবাগত গভীর রাতে চিরিরবন্দর থানাধীন ৪নং ইসবপুর ইউনিয়নের চকসন্যাসী গ্রামের বাসিন্দা উত্তম কুমার দাসের বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়ে যায়। এ বিষয়ে চিরিরবন্দর থানায় একটি চুরির মামলা দায়েরের পর ওসি তদন্ত মোসলেম উদ্দিন বসুনিয়ার নের্তৃত্বে তথ্য-প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে গত ১০ই আগস্ট দিবাগত রাতে পার্বতীপুর উপজেলার বাঘাচরা হরতকীতলা এলকা থেকে বাদীর চুরি হওয়া ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়। এ সময় ২ চোর মুক্তার সরদার ও মোর্শেদ আলমকে আটক করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।