প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২২, ৭:৩৭ পি.এম
বাকেরগঞ্জের কৃতিসন্তান বিশ্বজিৎ দেবনাথ হাইকোর্টের বিচারপতি
গাজী এনামুল হক (লিটন)
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগের অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন বাকেরগঞ্জের কৃতিসন্তান এ্যাড. বিশ্বজিৎ দেবনাথ।
রবিবার (৩১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোঃ গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে আগামী দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক পদে তাকে এ নিয়োগ দেয়া হয়।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রোববার বিচারপতিদের নিয়োগ দেন। এরপর আইন মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে তা প্রকাশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।
উল্লেখ্য এ্যাডভোকেট বিশ্বজিৎ দেবনাথ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাশ করে তিনি দীঘদিন ধরে হাইকোর্টে কাজ করছেন। তিনি হাইকোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল থেকে বিচারপতি পদে নিয়োগ পেলেন। এ্যাডভোকেট বিশ্বজিৎ দেবনাথ বাকেরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাজার রোডের মৃত অনিল দেবনাথের পুত্র।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।