প্রেস ব্রিফিং
বগুড়া র্যাব-১২ ক্যাম্পের অভিযানে ৮৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ সজীব হাসান, বগুড়াঃ
বগুড়া র্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রংপুর হতে বগুড়াগামী বাসে যাত্রীবেশে ২ জন ব্যক্তি ফেন্সিডিল হেফাজতে রেখে বহন করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ১৯.০০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়া উত্তরপাড়াস্থ (খোলারঘর) দারুল ইহসান ইসলামী একাডেমী এর সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আরমান (সনু) (৩৫), পিতা-মৃত হাদিস, সাং- গোলাহাট কবরস্থান গেইট, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারি, ২। মোঃ শাকিল মন্ডল (৫৫), পিতা-মৃত এমারত আলী মন্ডল, সাং-মধ্য ডুমরগাছা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাদ্বয়’কে মোট ৮৮ বোতল ফেন্সিডিল, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। এবিষয়ে র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন জানান র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।