ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দারিয়েছে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন।
গত শনিবার দিনব্যাপী কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মোহাম্মদ আবদুর রশিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইনেন্স) সুদেব চন্দ্র রায়, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সহকারী পরিচালক স্মরণ খান এর তত্ত্বাবধানে শনিবার সারা দিন কলমাকান্দায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আসপাডার বিতরনকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, তেল, সাবান, স্যালাইন, ঔষধ, লাইটার, মোমবাতি, বিশুদ্ধ খাবার পানি ও নগদ অর্থ।
ত্রাণ বিতরণ কালে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব আব্দুর রশিদ বলেন, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭টি গ্রামে বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ সব নিত্য প্রয়োজনিয় ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি। এ সময় তিনি সমাজের বিত্তবানদের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার বানভাসি মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানান।