মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষীপুর) সংবাদদাতাঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে, গতকাল সন্ধাবেলা একটি অরাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন যাত্রা ফাউন্ডেশের’ শুভ উদ্ভোধন করা হয়।
ফাউন্ডশনের সকল সদস্যের প্রস্তাবে, আমন্ত্রিত অতিথিদের উপস্থিতে, আরাফাত হোসেন ইমনকে সভাপতি, জাফর সাদেক কে সাধারন সম্পাদকও সাহাদাত হোসেন সিহাবেকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে, স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ২০২২ইং এর ১৪ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
স্বপ্ন যাত্রা ফাউন্ডেশনের সভাপতি আরাফাত হোসেন ইমনের সভাপতিত্বে উপদেষ্টা মাহবুব আলম জনির সঞ্চালনায়, এই সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বপ্ন যাত্রা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ রহমত উল্লাহ পাটওয়ারী, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ আবু তাহের, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, কার্যনির্বাহী সদস্য জাকির এইছ সুমন, সদস্য মোঃ রাজন পাটওয়ারী, সদস্য মোঃ রাজু আহম্মেদ ও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ফরিদ খলিফা, রকিব হোসেন, ইমন হোসেনসহ স্বপ্ন যাত্রা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দু।
এসময়ে ফাউন্ডেশনের মাধ্যমে সকলে, গরীব, অসহায়, দিনমজুর, কেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে বলে জানান, সমাজ থেকে মাদক, ইভটেজিং, বাল্য বিবাহসহ সকল প্রকার অন্যায় কাজের বিপক্ষে রুখে দাঁড়িয়ে, একটি সুন্দর সমাজ, দেশ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।