প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৪:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ৭:৫৫ পি.এম
ঢাকা- কোলকাতা গামী বাস থেকে স্বর্ণের বার উদ্ধার
স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহন এর মধ্যে থেকে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ৪৯। ঢাকা- কোলকাতা গামী গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণের চালানটি উদ্ধার হয়। তবে কোন পাচারকারী আটক হয়নি।
আজ (২৩ জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় চালানটি বেনাপোল স্থল বন্দরের নির্মিত বাস টার্মিনালের মধ্যে থেকে উদ্ধার হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি ভারতে স্বর্ণ পাচারের জন্য চট্রগ্রাম থেকে গ্রীনলাইনের একটি বাসে পাচারকারী বেনাপোলের উদ্দেশ্য আসছে। সে সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নীচ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়।
তবে এই স্বর্ণের মালিক সেই কথিত পাচারকারীকে সনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
আটককৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ৮৭ হাজার ছয়শত টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।