প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ৮:১০ পি.এম
পটুয়াখালীর বাউফলে ক্লাসরুমের দাবীতে মানববন্ধন করেছেন “কুরআন সুন্নাহ দাখিল মাদ্রাস”র শিক্ষার্থীরা
পটুয়াখালী প্রতিনিধিঃ- মনজুর মোর্শেদ তুহিন
পটুয়াখালী জেলার বাউফলে গত রবিবার (১৯ জুন) দুপুরে ঘূর্ণিঝড়ের তান্ডবে সিংহেরাকাঠী কুরআন সুন্নাহ দাখিল মাদ্রাসা সহ আশেপাশের বাড়ী ঘর উড়িয়ে যাওয়ায় মাদ্রাসা পুনঃনির্মান ও একাডেমিক ভবন নির্মানের দাবীতে বুধবার (২২ জুন) দুপুর একটায় কুরআন সুন্নাহ দাখিল মাদ্রাসার সামনে বৃষ্টিতে ভিজে ছাত্র ছাত্রী, অভিভাবক, ম্যনেজিং কমিটি সহ শিক্ষক কর্মচারীরা মানববন্ধন করেন। এ মানববন্ধনে বক্তব্য রাখেন এ প্রতিষ্ঠানের শিক্ষক আনিসুর রহমান ও মোঃ নুরুল ইসলাম।
উল্লেখ্য উপজেলার ২ নং কালিশুরি ইউনিয়নে ১নং ওয়ার্ডের সিংহেরাকাঠী গ্রামের অবস্থিত "কুরআন সুন্নাহ দাখিল মাদ্রাস"র টিনশেডের ক্লাসরুমটি হঠাৎ প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের আঘাতে সম্পূর্ণ প্রতিষ্ঠানটি বিধ্বস্ত হয়ে যায়।
এছাড়াও গ্রন্থাগারের একটি কক্ষ ও সুপারের কক্ষটির উপর একটি বড় চাম্বল গাছ উপড়ে পরলে উভয় কক্ষই ক্ষতিগ্রস্তসহ কিছু আসবাবপত্রও নষ্ট হয়।তিনি আরোও বলেন বর্তমানে মাদ্রাসাটির ছাত্র-ছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলমান। এহেন ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ও পাঠদানে ব্যাপক অসুবিধা হচ্ছে। এ মাদ্রাসায় ৩৫০ জন ছাত্র ছাত্রী ও শিক্ষক কর্মচারী সহ ২২ জন এখন আমরা অনেকটা নিরুপায়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা মাদ্রাসাটি অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে ৪ তলা একাডেমিক ভবনের দাবি করে বলেন কাঠের ঘর এমনিতেই নাজুক হয় ঝড় বৃষ্টিতে ছাত্র ছাত্রীদের মাঝে ভীতি তৈরি হয়। ভাগ্য ভাল সেদিন পরিক্ষা চলার কারনে সবাই ২ টার মধ্যে বাড়িতে চলে গিয়েছিল না হলে বড় ধরনে দূর্ঘটনা ঘটতে পারতো। তাই সরকারের কাছে দ্রুত একাডেমিক ভবনের দাবী করেন।
মানববন্ধনে মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) মো.আবু ইউসুফ'র বলেন, ৮টি শ্রেণীকক্ষ বিশিষ্ট টিনশেডের ঘরটি দুমড়ে মুছড়ে পরে যাওয়ার ফলে চলমান অর্ধ-বার্ষিক পরীক্ষা ও শ্রেণীকার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে আমাদের। আমাদের মাদ্রাসাটিতে ১ম থেকে দশম শ্রেণী পর্যন্ত অর্ধ-বার্ষিক পরীক্ষা চলছে।
গতকাল দুপুর ১টার দিকে পরীক্ষা শেষ হলে আমরা চলে যাই। বন্যার কবল থেকে অল্পের জন্য ছাত্র-ছাত্রী সহ আমরা প্রাণে বেঁচে যাই। ২ টার দিকে আমাকে জানায় মাদ্রাসাটি সম্পূর্ণভাবে ঘূর্ণিঝড়ের কারণে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে যায়।যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০লক্ষ থেকে ১৫লক্ষ টাকা। আমরা সরকারি ভাবে কোনো আর্থিক সহযোগিতা না পেলে মাদ্রাসাটি পুনঃনির্মাণ করা সম্ভব হবে না।
এ বিষয় বাউফল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো আল-আমীন বলেন, 'ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে তবে ঘূর্ণিঝড়ের তান্ডবে সিংহেরাকাঠী গ্রামের মাদ্রাসার বিষয় অতি শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।