প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ৬:৫০ পি.এম
নানা আয়োজনে ভোলায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের বাংলা স্কুল মোড় অবস্থিত ভোলা জেলা আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের ব্যানারে ভোলা সদর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা র্যালীতে অংশ গ্রহণ করেন। র্যালী শেষ করে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন ভোলা সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, ভোলা জেলা দায়রা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম লাভু, হামিদুল হক বাহালুল মোল্লা, দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধুরীসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।