প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২২, ১:৩০ পি.এম
কমলগঞ্জে দপ্তরির বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
মোঃ মিজানুর রহমান, কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় স্কুলের দপ্তরি রমজান আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত ছাত্রীর বাবা গফুর মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী রমযান আলী কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নাজিরা আক্তারের শ্লীলতাহানির ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘটনায় নাজিরা আক্তারের পিতা স্কুলের দপ্তরি রমজান আলীর বিরুদ্ধে বুধবার বিকালে কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আলাপকালে নির্যাতিত ছাত্রীর মা আমীরা বেগম জানান, বিগত কিছুদিন থেকে তার মেয়ে নাজিরা আক্তার স্কুল থেকে ফিরার সময় নতুন নতুন কলম, রংপেন্সিল,খাতা ইত্যাদি নিয়ে আসতো।
তাকে জিজ্ঞেস করলে সে জানায় দপ্তরি রমজান আলী তাকে এসব দিতো। বিষয়টি নিয়ে তারা তখন এতটা গভীরভাবে ভাবেন নি কারণ তারা ভেবেছিলেন একটা শিশুকে স্নেহের দৃষ্টিতে কেউ কলম, পেন্সিল ইত্যাদি দিতে পারে কিন্তু পরবর্তীতে একদিন নির্যাতিত শিশু নাজিরা আক্তার তার শরীরের স্পর্শকাতর জায়গায় ব্যথার কথা বলতে গেলে আসল ঘটনাটি প্রকাশ পায়। সে তখন জানায় রমজান আলী বিভিন্ন সময় তার শরীরে অবাঞ্চিত স্পর্শ করে এবং এইসব কথা পরিবারের কাউকে না জানানোর জন্য কঠিনভাবে ভয় দেখায় আর পাশাপাশি তাকে খাতা-কলম ইত্যাদি দিতে থাকে।
এ বিষয়ে আলাপকালে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী রমযান আলী বলেন, ঘটনাটি সত্য নয় আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসানের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার থানার এস আই আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।