প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২২, ৮:৫৫ পি.এম
সিরাজগঞ্জে শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী ইয়াবা ও গাঁজাসহ আটক
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃধবার (২২ জুন) জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর নির্দেশে সিরাজগঞ্জ জেলায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ ইশানুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২১/০৬/২০২২ খ্রি. তারিখ রাত্রী ২১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুড়ি দক্ষিণপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। তুহিন শেখ (২৮), পিতাঃ মোঃ জাফর আলী শেখ, মাতা মোছাঃ হেলেনা বেগম, গ্রামঃ পিপুলবাড়িয়া ২। মোঃ রাজন শেখ(৩৪), পিতাঃ মোঃ আলী আকবর শেখ, মাতাঃ মোছাঃ হেলেনা খাতুন গ্রামঃপাঁচঠাকুড়ি দক্ষিণপাড়া, ৩। মোঃ আইয়ুব আলী শেখ (২৮), পিতাঃ মৃত মমিন শেখ, মাতাঃ মৃত সুফিয়া খাতুন, গ্রামঃ হরিনা গোপাল বাগবাটি সর্ব থানা ও জেলা -সিরাজগঞ্জ।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হযেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।