প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২২, ১:৩৯ পি.এম
প্রাকৃতিক বিপর্যয়ে মানবিক বিপর্যয়
স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
সৃষ্টির পর থেকে মানুষ প্রকৃতির কোলে আপন মহিমায় বিকশিত হতো। কিন্তু যখন থেকে নিজেকে প্রকৃতির সন্তান মনে না করে প্রকৃতির গাছপালা, নদ- নদী, খাল-বিল, পশুপাখি ধ্বংস করে বড় বড় দালানকোঠা, মিল কারখানা তৈরি করে সুপার আধুনিক হওয়ার নেশায় মত্ত হয়েছে তখন থেকে প্রকৃতি বিরূপরূপ ধারণ করেছে।ফলে ঋতু বৈচিত্র্যের সাথে সাথে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়েছে। আর তাই অন্যা বৃষ্টি, ঝড়, বন্যা, জলোচ্ছাস, নদী ভাঙণবৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে নদী শাসন করে পদ্মাসেতু, যমুনা সেতুর ন্যায় অধিকাংশ নদীতে আধুনিক সেতু তৈরি করার ফলে নদী ও সমূদ্রের মেলবন্ধন সৃষ্টিকারী জোয়ারভাটা হয়েছে বাঁধাগ্রস্ত।ফলে নদী তার আপন ছন্দ হারিয়ে, গভীরতা কমায়, নাব্যতা নষ্ট হয়ে গেছে।
ফলে পাহাড়ি ঢল থেকে নেমে আসা উজানের পানি নদ-নদী উপচিয়ে লোকালয়ে প্রবেশ করেছে।আর সৃষ্টি হচ্ছে স্মরণ কালের ঐতিহাসিক বন্যা।হাহাকার করছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটসহ দেশের প্রায় ১৭ টি জেলার কয়েকটি কোটি লোক।বন্যা পরবর্তী দুর্যোগে এসব জেলার লোকের জীবন ও জীবিকায় আসবে শ্রীহীন পরিবর্তন। আর বৃদ্ধি পাবে হতদরিদ্র লোকের সংখ্যা । আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি এনজিও গুলো দেশের জনগণকে জোঁকের মতো চুষে মারবে।
একদিকে উত্তর -পূর্বাংশের বন্যা অন্যদিকে দেশের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনের কোন সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় যশোরেরঅভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা, খুলনার ফুলতলা, পাইকগাছা, কপিলমুনি, সাতক্ষীরার তালা, কয়রা, শ্যামনগর, মুন্সিগঞ্জসহ পার্শ্ববর্তী আরও কয়েকটি টি উপজেলার অংশ বিশেষ নিয়ে সৃষ্ট জলাবদ্ধতায় নিঃস্ব ।
যুগের পর যুগ স্থায়ীভাবে জলাবদ্ধ থাকার ফলে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ ও পারিপার্শ্বিকতা কতটা নিম্নমানের হয়েছে তা বয়োবৃদ্ধ জ্যোস্না বৈরাগীর বাড়ি দেখলেই বুঝা যায়।
ঠিক একই ভাবে দেশের বন্যা কবলিত এলাকায়ও লক্ষ লক্ষ জ্যোস্না বা আসমানী সৃষ্টি হব এবং শুধু বসবাসের পরিবেশ নয় মানুষের অন্ন, বস্ত্র,চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রেও দেখা দিবি চরম বিপর্যয়।মানুষের জীবনযাত্রার মানের সূচক তলানিতে গিয়ে পৌঁছাবে।
তখন আর লক্ষ লক্ষ আসমানী আপনার আমার চারিপাশে অভাব হবে না।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।