ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউটের পরিচালক মো: জিয়াউল ইসলাম পালোয়ান (৩১)-কে ১২ পিচ ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ । সে জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউটের পরিচালক এবং উপজেলার দক্ষিন শিয়ালকাঠী গ্রামের মৃত আশরাফ আলীর কনিষ্ঠ পুত্র।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিন শিয়ালকাঠী এলাকার মহাসড়কে জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউটের সামনে এক ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখে টহল পুলিশের সন্দেহ হলে উর্ধ্বতন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছালে জিয়াউল ইসলাম পালোয়ান নামের ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে নিষিদ্ধ যৌন উত্তেজক ১২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত জিয়াউল ইসলাম পালোয়ান জাকিয়া আশরাফ মেডিকেল ইনষ্টিটিউটের নামে দীর্ঘদিন প্রতারনা সহ মাদক কেনাবেচা করে আসছে। যার সত্যতা ১২ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতারের মধ্যদিয়ে আবারো প্রমানিত হয়েছে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক সিদ্দিক হোসেন জানান, উক্ত জিয়াউল ইসলাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার (২১ জুন) আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]