মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মটবাড়িয়ায় এডিপির এক কোটি টাকার কাজ টেন্ডার ছাড়াই ভাগাভাগি করে নেয়ার অভিযোগ উঠেছে।
এঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাধারন ঠিকাদাররা বিক্ষোভ করেছে। অভিযোগ সূএে জানাযায়, বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) ২০২১-২০২২ অর্থ বছরে উন্নয়ন সংশোধিত বাজেটে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় ৫০ লাখ ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা খাতের আওতায় ৫০ লাখ টাকা বরাদ্ব দেয়। ঠিকাদারদের আভিযোগ উক্ত এককোটি টাকার কাজ টেন্ডার ছাড়াই আরএফকিউ পদ্বতিতে উপজেলা প্রকৌশলী গোপনে কতিপয় প্রভাবশালী ঠিকাদারের মাঝে ভাগ বাটোয়ারা করে দেয়। বিষয়টি জানাজানি হলে বঞ্চিত ঠিকাদাররা সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করে।
এসময় উক্ত টেন্ডার প্রক্রিয়া বাতিল করে নতুন করে টেন্ডারের দাবিতে বক্তব্য রাখেন তাইজুল ইসলাম, হারুন অর রশিদ, শফিক ফরাজি, প্রভাত রায় প্রিন্স, আল আমিন মল্লিক প্রমুখ।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসিম বলেন, গত ১৪ ও ২২ জুনের উন্নয়ন সভার মিটিংয়ে সময় স্বল্পতা ও বিশেষ পরিস্তিতির কারনে সর্বসম্মতিক্রমে রেজুলেশন করে আরএফকিউ পদ্বতিতে প্রকল্প বাস্তবায়ন করা হয়। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক বলেন, এখানে কোন অনিয়ম হয়নি। বিধি মোতাবেক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]