প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২২, ৯:১৬ পি.এম
ব্রাহ্মণপাড়ায় সরকারি জায়গায় বাড়িঘর দোকানপাট নির্মাণ
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা খামাচারা এলাকায় সরকারি খাস জায়গা দখল করে বাড়িঘর দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চান্দলা ইউনিয়নের খামাচারা গ্রামের কয়েকজন প্রভাবশালী মিলে চান্দলা মৌজায় ১ নং খাস খতিয়ানে ৩৫২৫ দাগে ৪৬ শতক জায়গা খামাচরা গ্রামের আবদুল আলীম এর ছেলে ইউসুফ মিয়া ও তার বাবা আজিজ মিয়া ছেলে আবদুল আলীম গংরা সরকারি জায়গায় বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করেন। এ ছাড়া পাশদিয়ে গোপাটে কয়েকজন বাধ নির্মাণ করে মাছচাষ করার অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ গত ৫/৬ মাস পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ৪৬ শতক জায়গা উদ্ধার করেছিলেন। সহকারী কমিশনার ভূমি বদলি হয়ে চলে গেলে আবারও প্রভাবশালীরা সরকারি জায়গায় দখলে নেন।
এ ব্যপারে সরকারি জায়গায় দোকান নির্মাণকারী আবদুল আলীম মিয়া জানান, আমার মত আরো অনেকেই সরকারি জায়গা দখল করে রেখেছে, সরকারের যখন প্রয়োজন হয় তখন আমি এই জায়গা ছেড়ে দিব।
এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কাউছার হামিদ বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি, খোঁজ খবর নিয়ে সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।