প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২২, ৭:২২ পি.এম
যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার
স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ (১৯ জুন) রোববার সকালে শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০ টি সোনারবার নিয়ে ভারতে পাচারের জন্য নাভারণ মোড় থেকে সাতক্ষীরা গামী সাতক্ষীরা লাইন নামক গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামান কে তল্লাশি করে ১০টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের বার এবং পাচারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।