মিলন হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরপরই নিজের ক্যারিয়ারের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এক রাশ স্বপ্ন বুনন শুরু করে শিক্ষার্থীরা। কারও স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার, কারও স্বপ্ন সরকারি চাকুরী, কারও বা স্বপ্ন কর্পোরেট জব। সেই স্বপ্নবুননের অংশ হিসেবেই একজন শিক্ষার্থী নিয়মিত চেষ্টা করে যায় একাডেমিক পরীক্ষায় সর্বোচ্চ ভাল ফলাফল অর্জেনর ।
একজন শিক্ষার্থীর একাডেমিক ফলাফল ছাড়াও লক্ষ্য অনুযায়ী প্রয়োজন সঠিক পন্থায় আরও বেশি অধ্যবসায়ী হওয়া কিন্তু তুমুল প্রতিযোগিতামূলক এই চাকুরির বাজারে স্বপ্নপূরণের জন্য সঠিক পন্থা অবলম্বন অতীব জরুরী। হয়তো এ সম্পর্কে বেশিরভাগ শিক্ষার্থীর ধারণা না থাকায় স্নাতক শেষ পর্যায়ে এসে দিশেহারা হয়ে পড়ে।
তারই ধারাবাহিকতায় কর্মজীবনের জন্য সঠিক দক্ষতা ও সহ-শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউবিসিসি)। ক্যারিয়ার গঠন সম্পর্কিত নিয়মিত বিভিন্ন সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতার মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষ করে গড়ে তুলতে প্রতিনিয়ত কার্যক্রম চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক এ সংগঠনটি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ আজম স্যারের দিক নির্দেশনায় বিভিন্ন বিভাগের স্বপ্নবাজ কিছু শিক্ষার্থী ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার পোদ্দারের হাত ধরে এই বছরের মার্চ মাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। বর্তমানে (আরইউবিসিসি) এর সদস্য প্রায় ২৫০ জন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে আরইউবিসিসি এখন সবচেয়ে জনপ্রিয় সংগঠন ক্যাম্পাসে।
শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য গত ২৭ মে, (শুক্রবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে প্রেজেন্টেশন ও পাবলিক স্পীকিং এর বিশেষ কর্মশালা। কর্মশালায় শিক্ষার্থীদেরকে হাতেকলমে প্রেজেন্টেশন এর স্লাইড তৈরী সহ পাবলিক স্পীকিং এর উপর বিশেষ আলোচনা করেন রেকিট বেনজিকার গ্রুপের রাজশাহী এরিয়ার টেরিটোরি ম্যানেজার জাহিদুল ইসলাম। পাশাপাশি কিভাবে নিজের স্কিল ডেভলপ করে ভাল ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।
এছাড়াও গত মাসে আয়োজিত অনলাইনে আয়োজিত সিভি রাইটিং এন্ড ইন্টারভিউ হ্যাকস নামক কর্মশালায় স্পিকার হিসেবে ছিলেন প্রাণ আর এফ এল গ্রুপের ট্যালেন্ট একুইজেশন ডিভিশনের এসিস্ট্যান্ট ম্যানেজার সাকিব বিন সাহেদ। শিক্ষার্থীদের কিভাবে একটা স্ট্যান্ডার্ড সিভি লিখতে হয় ও ইন্টারভিউ বোর্ডের প্রশ্নোত্তরের বিভিন্ন কৌশল নিয়ে তিনি আলোচনা করেন।
এ ধারাবাহিকতায় সংগঠনটি শিক্ষার্থীদেরকে বিভিন্ন সফট স্কিল যেমন সিভি রাইটিং, টিম লিডিং, বেসিক কম্পিউটিং সহ দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
তাছাড়াও কিছুদিন পূর্বে শিক্ষার্থীদেরকে একাডেমিক বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার মাধ্যমে জ্ঞানার্জনের জন্য ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত হয়েছে বইমেলা।
শিক্ষার্থীদের স্বপ্নপূরণের লক্ষে আরইউবিসিসি নিয়ে সংগঠনটির উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সাম্প্রতিক বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের ভবিষ্যতে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্যেই আরইউবিসিসিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেল্ফ ডেভলপমেন্টের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠতে কাজ করে যাচ্ছি আমরা।
প্রশান্ত কুমার আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকার জন্য শিক্ষার্থীদের সকল দক্ষতা বৃদ্ধির সুযোগ দিয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান সহ দেশী - বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে শিক্ষার্থীদের একটি যোগসূত্র তৈরি করার লক্ষ্যে আরইউবিসিসি কাজ করে যাচ্ছে। এতে করে সকল শিক্ষার্থী তাদের ব্যাকগ্রাউন্ড আগ্রহ ও স্কিল চর্চার মাধ্যমে খুব সহজেই কাঙ্ক্ষিত জব মার্কেটের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে।