প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২২, ৮:২১ এ.এম
বাঘায় ছাত্রকে নির্যাতনকারী মাদ্রাসা শিক্ষক আটক
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ছাত্রকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলার কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) রাতে নিজ বাড়ী থেকে তাকে আটক করে।
আটককৃত শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলার মনিগ্রাম ইউনিয়নের তুলসিপুর (সোদপুর) গ্রামের আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডার গার্ডেনের শিক্ষক।
পুলিশ জানায়, টাকা চুরির সন্দেহে গত মঙ্গলবার (১৪ জুন) রাতে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডার গার্ডেনের মক্তব শ্রেণির এক ছাত্রকে (১১) মারধর করেন শিক্ষক মেজবা। বুধবার (১৫ জুন) বিকেলে আহত ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে ওই ছাত্রের বাবা বাদী হয়ে শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেন।
ভুক্তভোগী ছাত্রের বাবা জানান, মঙ্গলবার (১৪ জুন) রাতে তার ছেলেকে টাকার চুরির সন্দেহে বেধড়ক মারপিট করে নির্যাতন করেন ওই শিক্ষক। বুধবার বিকেল সাড়ে ৩টায় লোক মারফত বিষয়টি জানার পর তাকে উদ্ধার করে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতনের শিকার ছাত্রের বাবার দাবি,তার ছেলে টাকা চুরির সাথে জড়িত নয়।
মাদ্রাসার সুপার মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলার জানান, মাদ্রাসার পাশের সেন্টুর মুদি দোকানে এর আগে টাকা চুরি হয়। এতে এই ছাত্রকে সন্দেহ করা হয়।পরে তল্লাশি করে তার কাছে ২২০ টাকা পাওয়া যায়।এজন্য তাকে শাসন করা হয়েছে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় অভিযুক্তকে শিক্ষককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।