আবুল কালাম আজাদ। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার পৌরসভাধীন হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ এর ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার (১৬ জুন) হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠের চত্তরে উক্ত বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদায়ী এস এস সি পরীক্ষার্থীদের উদ্দ্যেশে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপদেশ মূলক বক্তব্য দেন। তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
আরও বলেন তোমরা ভালোভাবে পরিক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের মান সমুন্নত রাখবে। তারা আরও বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য দিয়ে সকল বিদায়ী পরীক্ষার্থীদের উপহার সামগ্রী হিসাবে হার্ডবোর্ড, কলম ও স্কেল বিতরণ করেন।
উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব হাফিজ রুহুল আমীন বলেন, প্রতি বছর আমার প্রতিষ্ঠানে এস এস সি পরিক্ষায় প্রায় শতভাগ শিক্ষার্থী পাশ করেন। এ জন্য মহান সৃষ্টি কর্তার নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবছর এস এস সি/২০২২ ইং সনের মোট এস এস সি পরীক্ষার্থী ৬১ জন। আশা করি এবারো শতভাগ পাশ করবে ইনশাআল্লাহ।
উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব, আলহাজ্ব আব্দুল মজিদ (হাড়ি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব আব্দুল লতিফ সরকার। আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ উক্ত প্রতিষ্ঠনের অধ্যক্ষ সহ সকল শিক্ষক/কর্মচারীবৃন্দ ও অভিভাবকবৃন্দ। সঞ্চালনে জনাব, মোঃ আবুল কালাম আজাদ-(সহকারী শিক্ষক) অত্র প্রতিষ্ঠান।