দ্বীপজয় সরকার, ময়মনসিংহ প্রতিনিধিঃ মানুষের ভাগ্যের পরিবর্তনই আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গীকার বলে মন্তব্য করেছেন ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আকাশ আহমেদ চঞ্চল।
আসছে আগামী ২৩ শে জুন আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এক যুগ আগেও যখন অর্থনীতিবিদরা কল্পনা করতে পারতো না বাংলাদেশ নিন্ম আয়ের দেশ থেকে বেরিয়ে আসতে পারবে, সেখানে বাংলাদেশ এখন পরিকল্পনা করে উচ্চ আয়ের দেশের কাতারে নিজেদের নিয়ে যাওয়ার।
এসবই সম্ভব হয়েছে বাংলাদেশের একমাত্র স্বাধীনতার স্বপক্ষ শক্তির রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকায়। পদ্মা সেতু, মেট্রোরেল, অসংখ্য ফ্লাইওভারসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে চলেছে আওয়ামী লীগ সরকারের এই তিন মেয়াদে। গ্রামেও পৌঁছে যাচ্ছে শহরের সকল সুযোগ সুবিধা।
তাই আপামর জনগণের পূর্ণ আস্থা এই আওয়ামী লীগের দিক নির্দেশনাতেই বাংলাদেশ এগিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে। আমরা আর কখনো জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসীদের হাতে জিম্মি হবো না। বিশ্বে বাংলাদেশ হবে উন্নয়নের, শান্তির, অসাম্প্রদায়িকতার রোল মডেল।