স্টাফ রিপোর্টারঃ এস এম ফকরুল রিয়াজ।
মঙ্গলবার সকাল দশটায় নগরীর রেলওয়ে এলাকার গ্রীনল্যান্ড বস্তিতে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পিন করা হয়
দেশকে এগিয়ে নিতে ছিন্নমূলদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষদের নিরাপদ স্বাস্থ্যের কোন বিকল্প নেই। কথা বলেন বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, মানুষের অসংক্রামক রোগ, যেমন উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ওজন, ডায়াবেটিস ইত্যাদি পরবর্তী সময়ে নানা জটিল রোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়, এবং আমাদের জীবনকে শঙ্কায় ফেলে দেয়। এসব রোগ থেকে সতর্ক হওয়ার কথা বিবেচনায় রেখে সামাজিক সংগঠন স্বপ্নপূরী ও অগ্রগামী এগিয়ে আসায় তাদেরকে সাধুবাদ জানানো উচিত।
নগরীতে সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন স্বপ্নপূরীর আয়োজনে ও ‘অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্প উদ্বোধন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ও চিকিৎসক নেতা ডা নিয়াজ মুস্তাফি।
স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে পরিচালনা করেন স্বপ্নপূরীর সাধারণ সম্পাদক মুন্নি আক্তার। অতিথি হিসেবে ছিলেন, প্রভাষক মতিয়ারা বেগম, রেলওয়ে থানার ওসি খবির আহমেদ, সোনালি দিন প্রতিবন্ধি সংস্থার সভাপতি ইশরাত আরা হীরা, ফারহানা আক্তার রুপা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, ইমরান হোসাইন, জহিরুল ইসলাম রাতুল, মো: সাগর, সুমনা আক্তার প্রমূখ।