রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনতার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মানিকগঞ্জে সাটুরিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৫ জুন) মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড আব্দুল মজিদ ফটো, অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, পুলিশের বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, পুলিশ জনতা পরস্পর একে অপরের বন্ধু। সাধারণ জনগণ পুলিশের শত্রু নয়, সমাজকে মাদক সন্ত্রাস ইভটিজিং সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশিং সেবা সমাজের দোরগোড়ায় পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের সেবক বন্ধু হয়ে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে।