প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২২, ১০:০৯ পি.এম
ভালুকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ৩দিন ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসেন।
১৫ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত উপজেলার সবগুলো কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এসময় হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল কাফিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসেন জানান, ‘আমাদের উপজেলায় মোট ৬৫টি কেন্দ্র রয়েছে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা এবছর ৬০৮২০ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসল খাওয়ানো হবে। তাছাড়া, ৫ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষমাত্রা হচ্ছে ৮৯১৫ জন। বিগত দিনে শতভাগ লক্ষমাত্রা অর্জন হয়েছে। আশা করছি এ বছরও শতভাগ লক্ষমাত্রায় পৌছাবো।’
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।