জাকিয়া সুলতানা মনি, সুনামগঞ্জ :-
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের রাজনপুর গ্রামে বুধবারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তামান্না আক্তার এলাকার সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। আর সৌরভ আহমদ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাজনপুর গ্রামেই তাদের বাড়ি। বাবা কৃষক ময়না মিয়া।
বুধবার সকালে এক চাচাকে সঙ্গে নিয়ে তামান্না ও তার ভাই একটি ছোট নৌকায় করে কলেজে আসছিল। নৌকার ছাড়ার পরই ঝড় শুরু হয়ে যায়। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে তামান্না আক্তার ও সৌরভ আহমদ নিখোঁজ হয়। পরে গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির করে পানি থেকে তাদের লাশ উদ্ধার করে।
পরিবারের সঙ্গে কথা বলে ভাই ও বোনের মরদেহ দাফনের ব্যবস্থা কলেজ প্রাঙ্গণেই করেছেন তাঁরা। এতে তামান্নার বাবা ময়না মিয়াও মত দিয়েছেন। নৌকাতে আরেক ছাত্রী থাকলেও সে সাঁতরে তীরে উঠে যায়।
শিক্ষক অসীম মোদক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। কলেজের শিক্ষার্থী-শিক্ষক সবাই কাঁদছেন। তামান্না ও সৌরভ মেধাবী শিক্ষার্থী ছিল। তামান্নার আক্তারের পরীক্ষা শুরু হওয়ার কথা ১৯ জুন। কিন্তু তার আর পরীক্ষা দেওয়া হলো না।
খবর পেয়ে সাথে সাথেই ওই গ্রামে যান দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা। তিনি বলেন, বাড়ির পাশেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এলাকার সবাই শোকাহত।তিনি দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ৪০ হাজার টাকার চ্যাক পরিবারের হাতে হস্তান্তর করেন।