শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ জুন) দুপুরে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদের সভাপতিত্বে এসময়, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুল আলম খান, মহিলা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলামসহ জেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহনকারীরা এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।