মো. আজিজার রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
খানসামায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের মনোনীত ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনৌকা প্রতীকের প্রার্থী শফিউল আযম চৌধুরী লায়ন।
শফিউল আযম চৌধুরী লায়ন ৩৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের প্রার্থী শহিদুজ্জামান শাহ পেয়েছেন ২৪ হাজার ৪৭২ভোট।
নির্বাচন শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের রির্টানিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক।
উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান আবু হাতেম কিডনি জনিত কারণে ইন্তকাল করেন। তিনি মারা গেলে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৫ জুন বুধবার এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এই উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অপর তিন প্রতিদ্বন্দ্বির মধ্যে (মোটরসাইকেল) প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম প্রধান পেয়েছেন ২২ হাজার ৪৫২ ভোট, (হেলিকপ্টার ) প্রতীকের বীর মুক্তিযোদ্ধা শাহ আব্বাস আরেফিন পেয়েছেন ২১৯ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৬টি ইউনিয়ন ৫২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩৫ হাজার ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮ হাজার ৫৬০ এবং নারী ভোটার ৬৬ হাজার ৫২১ জন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]