প্রতিনিধি টাঙ্গাইল,
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ধীর গতিতে কাজ করায় ইউনিয়নের টিকরী এবতেদায়ী মাদরাসা কেন্দ্রের একটি কক্ষে পৌনে এক ঘণ্টায় মাত্র ২ ভোট পড়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে টিকরী এবতেদায়ী মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এতে সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রের ৫ নম্বর বুথে দুই ভোট পড়েছে। এ ছাড়া ৪ নম্বর বুথে ৪টি, ৩ নম্বর বুথে ৩টি ভোট পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কেন্দ্রের বাইরে ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়েছে নারী ও পুরুষ ভোটররা। তবে ইভিএম মেশিন স্লো থাকায় ভোটগ্রহণে ধীরগতি হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা দেবাশীষ পাল।
টিকরী এবতেদায়ী মাদরাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দেবাশীষ পাল বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে ৫টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে ভোটার সংখ্যা ১৫৬৬। ইভিএম মেশিন স্লো হওয়ায় এবং নারীরা ভোটা দেওয়ার পদ্ধতি না জানায় ভোট নিতে দেরি হচ্ছে।