হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ভরসার বিএনপি। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল থাকায় হতাশ নৌকার প্রার্থীরা।
হিজলা উপজেলার গৌরবদি ও ধুলখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী অংশগ্রহণ করেছে।
হিজলা গৌরবদী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন আওয়ামী লীগ প্রার্থী। অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম মুন্সি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।
বসে নেই হাতপাখার প্রার্থী মাইনুল ইসলাম।
ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান একেএম জসীমউদ্দীন নৌকার প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের বহিস্কৃত ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন ঢালী। হাতপাখা মার্কায় মজিদ সরদার।
এ সকল নির্বাচনী এলাকায় কখনো ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবার ইভিএম এর কথা শুনে আনন্দে উৎফুল্ল বিএনপি’র ঘরে বিএনপি’র থাকা ভোটাররা।