মোঃ তুষার ইমরান, বিশেষ প্রতিনিধি।
দেশব্যাপী বাদ পড়া ১২ ঊর্ধ্ব বয়সী নারী পুরুষের করোনা ভাইরাসের টিকা প্রদানের অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলার ১টি পৌর সভা ও ১০টি ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালপুর পৌর সভা ও লালপুর সদর ইউনিয়ন সহ ১০টি ইউনিয়নের ৩৫ স্থানে ১২ ঊর্ধ্ব নারী পুরুষদের প্রথম ডোজের টিকা প্রদান করা হয়। কেন্দ্র গুলো পরিদর্শন কালে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। টিকা প্রদান কার্যক্রম শেষে কেন্দ্র গুলোতে সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাহাব উদ্দিন, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তুজা লিলি প্রমুখ।
এছাড়াও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ রঞ্জু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ স্ব-স্ব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্ধারিত স্থানে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। উল্লেখ্য ইতোমধ্যে লালপুর উপজেলায় প্রথম ডোজ ২ লক্ষ ৭ হাজার, ২য় ডোজ ১লক্ষ ৭৯ হাজার ও বোস্টার ডোজের সাড়ে ৪ হাজার টিকা প্রদান করা হয়েছে।
এই বিষয়ে, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আজ ২৬ তারিখে ১ কোটি টিকা দানের যে লক্ষ ছিলো, তা সর্ম্পণ করার জন্য। উপজেলা বিভিন্ন স্থানে টিকা দান হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় সাধারণ মানুষের টিকা নেওয়ার আগ্রহ। সুশৃঙ্খলভাবে আমাদের যে লক্ষ মাত্র ছিলো তা পূরণ হয়েছে। সেই জন্য ধন্যবাদ জানাই টিকা দান কার্যক্রমের সাথে যুক্ত সবাইকে। এবং টিকা দান শেষ সন্ধার পড়ে টিকাদন কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ছে।