সামায়ুন আহমদ, সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে ইউএনও মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী উপ পরিচালক সাজেদুল হাসান।
সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ, শিক্ষক দ্বীন ইসলাম, ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদকসেবীদের নিরুৎসাহী করতে প্রতিটি সভা সেমিনার কিংবা চাকুরীতে প্রবেশের ক্ষেত্রে ডুপটেস্টের মাধ্যমে প্রবেশ ও চাকুরী প্রদানের জন্য অনুরোধ করেন। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে সপ্তাহে একদিন মাদকের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ কর্মকতা দিয়ে বিদ্যালয়ে কর্মশালা করা, মাদকের কুফল সম্পর্কে সমাজে ব্যপক জনসচেতনতা বৃদ্ধি করার দাবী জানান।