মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
"মুক্ত আকাশে মানবতার ঘুড়ি, স্বেচ্ছায় মোরা রক্তদান করি" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে স্বেচ্ছাসেবী প্লাটফর্ম "ঘুড়ি ফাউন্ডেশন" এর পক্ষ থেকে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে র্যালিটি ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু-পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সাংগঠনিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালিটি পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন-ঘুড়ি ফাউন্ডেশন এর প্রস্তাবিত সাধারণ সম্পাদক সামিউল সাদিদ। র্যালিতে অংশ নেন- ঘুড়ি ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের অন্যতম সদস্য কাওসার আল মামুন, খালিদ, এমিয়া, মীম, হাবিব সহ আরও অনেকেই।
অনুষ্ঠানটির পরিকল্পনা এবং বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাহজাবিন তাসনিম মুনিয়া।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]