শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ ঘটিকার সময়ে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় আলোচকবৃন্দের মধ্যে রয়েছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম উর রশীদ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি, বিশ্বজ্যোতি চৌধুরী, সহ সভাপতি কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সহ সম্পাদক মামুন আহম্মেদ, উপস্থিত ছিলেন ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুধু মিয়া, ৪নং সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল মতলিব, ৬নং আশিদ্রোণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, ৭নং রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনেস গোয়ালা। ৯নং সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ৯ টি ইউনিয়নের ইউনিয়ন সদস্য বৃন্দ প্রমুখ ।
বক্তারা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে প্রত্যেক ইউনিয়নে নানান কর্মসূচি পালন করে সবাইকে সচেতন করার আহবান জানিয়েছেন।