সাইদুল ইসলাম, রংপুর প্রতিনিধি:
গ্যাস তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখার দবীতে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে রংপুরের বিভিন্ন উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে পীরগন্জ ও গঙ্গাচড়া উপজেলায় বিএনপির উদ্যোগে একটি করে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে মিলিত হয়। বিকালে পীরগাছা উপজেলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার আলী, আমিনুল ইসলাম রাঙা,শরীফুল ইসলাম ডালেছের নেতৃত্বে, কাউনিয়া উপজেলায় এ্যাড.বাবলু ও মানিক সরকারকে নেতৃত্বে উপজেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এছাড়াও মিঠাপুকুর,রংপুর সদর, বদরগন্জ ও তারাগন্জ উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।