প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২২, ৫:২০ পি.এম
বেড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বুলবুল হাসান, বেড়া উপজেলা প্রতিনিধি :
বেড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনিক হল রুমে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক( বাবু) বেড়া পৌর মেয়র, এস, এম আসিফ শামস রন্জন, সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক মেজবাহ, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শায়লা শারমিন ইতি সহ বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আইনশৃঙ্খলা কমিটির সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী বলেন, আসছে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ ও উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান বালু দস্যু প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।